নড়াইল: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নড়াইল মুক্ত দিবস।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ) সকালে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, নড়াইল প্রেসক্লাব, চিত্রা থিয়েটার, নবান্ন, দুর্গাপুর একতা সংঘ, পাবলিক লাইব্রেরি, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, শহীদদের স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ, গণকবর ও বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, র্যালি ও আলোচনা সভা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।
অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রায়হান কাউসার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার এস এম গোলাম কবীর প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা এ সময় দ্রুত বাকি যুদ্ধপরাধীদের বিচার কার্যক্রম শেষ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএ