ঢাকা: মুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো বিভক্তি নেই বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি’ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা একসঙ্গেই আছেন। তাদের মধ্যে কোনো ধরনের বিভক্তি নেই। আর বিভক্তি হবেও না।
তাজুল বলেন, এদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনেক অবদান আছে। তাদের অবদানকে বাদ দিয়ে ইতিহাস রচনা করা যাবে না।
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী মুহাম্মদ আমজাদ হোসেন বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করছে। তাদের মাসিক ভাতা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা করার প্রস্তাব উঠেছে।
মুক্তিযোদ্ধাদের ভাতা দশ হাজার টাকা করার প্রস্তাব শিগগিরই পাস হবে বলে জানান তিনি।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য পাপিয়া সেলিম, মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, শাহজাহান মিয়া, সালাউদ্দিন মুন্নু, আবুল কালাম আজাদ, সাহাব উদ্দিন ও শাহ আলম মাস্টার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমআইকে/জেডএস