ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি নজরুল, সা. সম্পাদক রেফাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি নজরুল, সা. সম্পাদক রেফাত

ঢাকা: বিসিএস (তথ্য-সাধারণ) বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে ৮৪তম ব্যাচের কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ১৫তম ব্যাচের কর্মকর্তা শেখ মুহাম্মদ রেফাত আলী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, বুধবার (৯ ডিসেম্বর) জাতীয় বেতার ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সর্বোচ্চ ভোট পেয়ে সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো. নুর এলাহি মিনা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ২৪তম ব্যাচের কর্মকর্তা মো. আল আমিন খান নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদে সহ-সভাপতি পদে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. আব্দুল হক ও বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক শফিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক পদে এম এম ইমরুল কায়েস, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. মাহমুদুন্নবী, কোষাধ্যক্ষ পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কমকর্তা মো. শরীফ মাহমুদ অপু, দপ্তর সম্পাদক পদে বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মো. রাফিউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মামুনুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে হাসান মো. হাফিজুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক পদে মো. সোহেল রানা, তথ্য-প্রযুক্তি ও আইন সম্পাদক পদে হীরক খান, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. শাওন চৌধুরী ও সহ-দপ্তর সম্পাদক পদে জোতির্ময় গোলদার নির্বাচিত হয়েছেন।
 
মো. নুর এলাহি মিনাসহ সমিতির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত অন্যরা হলেন- দেওয়ান মো. আহসান হাবিব, মোশতাক আহম্মদ, শ্যামল কুমার দাস, মো. মনির হোসেন ও নাহিদ নাজ।

নির্বাচিত নতুন কার্যনির্বাহী পর্ষদ আগামী দুই বছরের জন্য বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি পরিচালনার দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমইউএম/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।