ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রসুলপুরে দু’ঘণ্টা আটকে থেকে ছাড়লো কর্ণফুলী এক্সপ্রেস

আবু খালিদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
রসুলপুরে দু’ঘণ্টা আটকে থেকে ছাড়লো কর্ণফুলী এক্সপ্রেস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রসুলপুর রেলস্টেশন (কুমিল্লা) থেকে: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়ায় কুমিল্লার রসুলপুর স্টেশনে আটকে পড়ে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস। দুই ঘণ্টা আটকে থাকার পর ট্রেনটি ফের চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।



শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় মালগাড়িটি লাইনচুত্য হয়। ফলে রসুলপুর রেলস্টেশনেই থেমে যেতে হয় কর্ণফুলী এক্সপ্রেসকে।

 এ ঘটনার পর এক ঘণ্টার মধ্য ট্রেনটি পুনরায় ছাড়তে পারে বলে জানিয়েছিলেন স্টেশনমাস্টার জাহাঙ্গীর আলম। কিন্তু রসুলপুর স্টেশনে দুই ঘণ্টা অপেক্ষা করতে হয় কর্ণফুলী এক্সপ্রেসের ৫শ’ যাত্রীকে।

ট্রেনটি কুমিল্লা, নাঙ্গলকোট, ফেনী হয়ে চট্টগ্রামে যাবে। সকাল ৮টা ২৫ মিনিটে কমলাপুর রেলস্টেশন ছাড়ে ট্রেনটি। পৌনে ৪টার দিকে রসুলপুর রেলস্টেশনে দুই ঘণ্টা আটকে থাকার পর পৌনে ৬টার দিকে ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
একে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।