ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
দামুড়হুদায় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাক্টরের (পাওয়ার ট্রিলার) নিচে চাপা পড়ে সুভাশিষ (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার দর্শনা পৌর শহরের জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।



নিহত সুভাশিষ দর্শনা পৌর এলাকার আজিমপুর গ্রামের ব্রজ কিশোর পালের ছেলে এবং দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে দর্শনা শহরের জনতা ব্যাংকের সামনের সড়ক পার হচ্ছিলো সুভাশিষ। এ সময় সে একটি মোটরসাইকেলের সামনে পড়লে চালক তাকে ধাক্কা দেন। এতে সুবাশিষ সড়কের উপর পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে এ ঘটনার পর উত্তেজিত জনতা মোটরসাইকেল চালক সাইদকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বিক্ষুব্ধ জনতা এ সময় সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, আটক মোটরসাইকেলের চালকের নামে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।