ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফের একদিনের রিমান্ডে হ্যাকার ফাহাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ফের একদিনের রিমান্ডে হ্যাকার ফাহাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সাইবার ক্রাইমের আওতায় হ্যাকিংয়ের মামলায় গ্রেফতারকৃত চাঁদাবাজ হ্যাকার আবদুল্লাহ আল ফাহাদের (২১) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) ৭ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান এ রিমান্ড মঞ্জুর করেন।



মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম ফাহাদকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ড আবেদন করেন।

এর আগে ভাটারা থানা পুলিশ তাকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন। কিন্তু মামলা ডিবিতে হস্তান্তর হওয়ায় নতুন করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন দেখা দেওয়ায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

উল্লেখ্য, ২৭ অক্টোবর বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরা থেকে আবদুল্লাহ আল ফাহাদকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। পরে মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখায় ভাটারা থানা পুলিশ।

সম্প্রতি বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করে ই-মেইলে এক লাখ টাকা চাঁদা দাবি করে আবদুল্লাহ আল ফাহাদ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এমআই/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।