ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুক্তি স্বাক্ষর

৪২ বছর পর ঈশ্বরদী-ঢালারচরে নতুন রেল লাইন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
৪২ বছর পর ঈশ্বরদী-ঢালারচরে নতুন রেল লাইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৪২ বছর পর ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত ৭৮.৮০ কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ করার উদ্যোগ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মোট ৫শ’ ৫৯ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নতুন এ প্রকল্পের আগামী ২৭ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে।



নতুন এ প্রকল্প বাস্তবায়িত হলে পাবনা জেলা শহর রেল নেটওয়ার্কের আওতায় আসবে এবং সহজভাবে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রেলভবনে রেল কর্তৃপক্ষ ও ঠিকাদার প্রতিষ্ঠান মীর আক্তার র‌্যাংকেন জয়েন্ট ভেঞ্জারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

রেলওয়ের পক্ষে মহাব্যবস্থাপক (পশ্চিম) খায়রুল আলম এবং ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির চুক্তিপত্রে সই করেন।

চুক্তিসই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দীন।

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৭২-৭৩ সালে ঈশ্বরদী থেকে পাবনা হয়ে নগরবাড়ী পর্যন্ত নতুন ব্রডগেজ রেলপথ নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। এ লক্ষ্যে মাঝগ্রাম থেকে পাবনা পর্যন্ত জমিও অধিগ্রহণের কাজ শুরু হয়। কিন্তু ১৯৭৫ সালে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।

সচিব বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ রেলওয়ের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রকল্পের কাজ ফের শুরু করে।

মেইল লাইনে ৪০ ফুট এর উর্ধ্বে ১১টি মেজর ব্রিজ, ১০৬টি মাইনর ব্রিজ, ৫০টি লেভেল ক্রসিং গেট, ১১টি স্টেশন নির্মাণ করা হবে। এছাড়া ১২ হাজার ৯৬০ বর্গমিটার স্টেশন প্লাটফর্ম, ২ হাজার ৪৩০ বর্গমিটার প্লাটফর্ম শেড ও নির্মাণ করা হবে।

এর সময় রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) খলিলুর রহমানসহ রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এডিএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।