ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর থেকেই ফিরতে হলো পাকিস্তানের নাগরিককে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বিমানবন্দর থেকেই ফিরতে হলো পাকিস্তানের নাগরিককে ছবি: ফাইল ফটো

ঢাকা: স্টেট ব্যাংক অব পাকিস্তানের যুগ্ম পরিচালক আসমা খালিদকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাই একদিন পর তাকে বিমানবন্দর থেকেই দেশে ফেরত পাঠানো হয়েছে।



সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে বহনকারী ফ্লাইটটি পাকিস্তানের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দর সূত্র জানায়, ঢাকায় একটি আন্তর্জাতিক কর্মশালায় যোগ দিতে রোববার (১৩ ডিসেম্বর) রাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আসমা।

কিন্তু ভিসা না থাকায় তাকে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকে দেয়।

বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপার মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘আসমা খালিদের ভিসা ছিল না। এছাড়া পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা দেওয়ারও বিধান নেই। ’

‘তাই ভিসা না থাকায় তাকে সোমবার দুপুরে ওই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। ’

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফেরার আগে স্টেট ব্যাংক অব পাকিস্তানের কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। তবে সে অনুমুতি পাননি তিনি।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংক ও ইউএন-ডিইএসএ’র যৌথ আয়োজনে সোমবার থেকে দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।

ওই কর্মশালায় অংশ দিতেই ঢাকায় এসেছিলেন আসমা খালিদ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসজেএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।