ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে কলেজ ছাত্রী অ্যাসিড দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ধামরাইয়ে কলেজ ছাত্রী অ্যাসিড দগ্ধ

ঢাকা: ঢাকার থামরাইয়ে মল্লিকা চক্রবর্তী (১৯) নামে এক কলেজ ছাত্রী‍ অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থামরাইয়ের তোপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।



মল্লিকার বাবা স্বপন কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, তার মেয়ে ঘর থেকে বাথরুমে যাওয়ার উদ্দেশে বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা অজ্ঞাত একব্যক্তি বোরখা পড়া অবস্থায় মল্লিকের মুখে অ্যাসিড ছুড়ে মারে দ্রুত পালিয়ে যায়। এতে তার মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

কারো সঙ্গে মল্লিকার বিরোধ নেই, তবুও কেন এই ঘটনা ঘটলো তা জানেন না মল্লিকার বাবা স্বপন কুমার।

পরে রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় মল্লিকাকে ঢাকা মেডিকেল কলেজ (‍ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী।

ঢামেক বার্ন ইউনিটে মল্লিকার চিকিৎসা চলছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এজেডএস/টিআই




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।