ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুর হানাদার মুক্ত দিবস ১৫ ডিসেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
গাজীপুর হানাদার মুক্ত দিবস ১৫ ডিসেম্বর

গাজীপুর: ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর এইদিনে গাজীপুর পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয়।

এর আগ পর্যন্ত গাজীপুরের জয়দেবপুর থানার আশেপাশে ছয়দানা ও পূবাইল এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তি ও ভারতীয় মিত্র বাহিনীর ব্যাপক যুদ্ধ হয়েছে।

এসব যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর শোচনীয় পরাজয় হয়।

১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরের জয়দেবপুর সংঘটিত হয় প্রথম সশস্ত্র গণপ্রতিরোধ যুদ্ধ। জয়দেবপুর রাজবাড়ীর বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সদস্যদের নিরস্ত্র করতে পাকসেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জাহান জেব ঢাকা সেনা নিবাস থেকে জয়দেবপুর আসার খবরে সর্বস্থরের মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

দেশের বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে ওই সময় সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের অংশ হিসেবে শহরের রেলগেট ও চান্দনা-চৌরাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

এরপর নানা ঘটনার মধ্যদিয়ে প্রায় নয় মাস যুদ্ধের পর বিজয় দিবসের ঠিক একদিন আগে গাজীপুর পুরোপুরি শক্রমুক্ত হয়।

বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।