ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাস উল্টে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বাগেরহাটে বাস উল্টে নিহত ১

বাগেরহাট: বাগেরহাটের রামপালে যাত্রীবাহী একটি বাস উল্টে রেজাউল করিম খান (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ যাত্রী।



মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলা বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম খান (৪৫) বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের চান্দা খানের ছেলে।

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান ফরাজি বাংলানিউজকে জানান, খুলনা থেকে বাগেরহাটের মংলার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় পৌঁছে সড়কের পাশে থাকা একটি পাথরের উপর উঠে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রেজাউল করিম নামে এক যাত্রী নিহত এবং অন্তত ১০ যাত্রী কম বেশি আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।