ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেই ওসমান গণির ১২ বছরের দণ্ড বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
সেই ওসমান গণির ১২ বছরের দণ্ড বহাল ওসমান গণি

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গণিকে বিচারিক আদালতের দেওয়া ১২ বছরের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
 
এ বিষয়ে তার করা আপিল খারিজ করে দিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।



আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
 
২০০৮ সালের ৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক এ কে এম আরিফুর রহমান ওসমান গণিকে ১২ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

একই সঙ্গে স্বামীকে ‘দুর্নীতিতে সহযোগিতা’ করার দায়ে তার স্ত্রী মহসিন আরাকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে মহসিন আরা পলাতক থাকায় আপিল করেননি।
 
২০০৭ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওসমান গণির উত্তরার সরকারি বাসভবনে অভিযান চালিয়ে চালের ড্রাম, বালিশ ও তোশকের ভেতর থেকে এক কোটি ছয় লাখ ৮৪ হাজার ৬শ’ টাকা উদ্ধার করে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
 
২০০৭ সালের ২৬ জুলাই ওসমান গণি ও তার স্ত্রীর বিরুদ্ধে উত্তরা থানায় মামলা দায়ের করে দুদক।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫/আপডেট: ১৪১৮ ঘণ্টা
ইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।