ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশু নীরবের মৃত্যু

৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

ঢাকা: রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে ৫ বছরের শিশু সাইফুল ইসলাম নীরবের মৃত্যুর ঘটনায় ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।



আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। রিটের বিবাদী হচ্ছেন স্বরাষ্ট্র সচিব, ওয়াসার চেয়ারম্যান, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিবসহ সংশ্লিষ্ট ১৩ জন।

ক্ষতিপূরণের ব্যাপারে রুল জারি করা ছাড়াও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনগত কি ব্যবস্থা নিয়েছেন, তা তিনমাসের মধ্যে আদালতে প্রতিবেদন আকারে দাখিলেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা শহরে কতগুলো ঢাকনা এবং ঢাকনাবিহীন ম্যানহোল আছে তার তালিকাও তিনমাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া যে ম্যানহোলে পড়ে নীরব মারা গেছে সেই ম্যানহোল কারা নির্মাণ করেছে তাও আদালতকে জানাতে বলা হয়েছে।

এর আগে গত রোববার (১৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নীরবের মৃত্যুর ঘটনায় ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম।

চলতি বছরের ৮ ডিসেম্বর বিকালে ম্যানহোলে পড়ে যায় ৫ বছরের শিশু সাইফুল ইসলাম নীরব। চার ঘণ্টা পর বুড়িগঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫/আপডেট: ১৪২০ ঘণ্টা
ইএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।