ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক হাসমত আরা আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
সাংবাদিক হাসমত আরা আর নেই হাসমত আরা

ঢাকা: ক্রীড়াজগতের সাবেক সিনিয়র সহকারী সম্পাদক ও অধুনালুপ্ত দৈনিক দেশের সাবেক সহ সম্পাদক জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হাসমত আরা আর নেই (ইন্নালিল্লাহি... ...রাজিউন)। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টায় স্ট্রোকজনিত কারণে লক্ষ্মীবাজারের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।



মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে স্বামী মরহুম হেলাল উদ্দিনের পাশে মরহুমাকে দাফন করা হবে।  

হাসমত আরার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি। ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোকবার্তায় তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হাসমত আরা ১৯৪৫ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার রোকনপুরের ১১/১ কুঞ্জ বাবু লেনে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ পাস করে ১৯৭৯ সালে দৈনিক দেশে যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ ক্রীড়াজগতের সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।