ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নলছিটিতে গলা কাটা মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
নলছিটিতে গলা কাটা মৃতদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার বিকপাশা-শিমুলতলা খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।



আবুল কালাম এলাইচ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মৃত সেকান্দার আলী খানের ছেলে।

পুলিশ জানায়, বিকপাশা-শিমুলতলা খালে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে।

খবর পেয়ে বিরঙ্গল গ্রামের মামুন খান থানায় এসে মরদেহ তার বড় ভাইয়ের বলে শনাক্ত করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, আবুল কালাম এলাইচকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার হাত রশি দিয়ে বাঁধা ছিল বলেও জানান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।