ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কার পার্কিংয়ের স্থানে দোকান

ভবনের তালিকা চেয়েছেন হাইকোর্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ভবনের তালিকা চেয়েছেন হাইকোর্ট ফাইল ফটো

ঢাকা: রাজধানীর যানজট নিরসনে সড়কের পাশে নির্মিত যেসব ভবনের কার পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান তৈরি করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট।
 
এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


 
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক দুই মাসের মধ্যে ওই তালিকা আদালতে দাখিল করবেন।
 
এ আদেশের পাশাপাশি রুলও জারি করেন আদালত। রুলে কার পার্কিংয়ের স্থান থেকে ব্যবসা প্রতিষ্ঠান অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিজল মোরসেদ।
 
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল তাইতাস হিল্লোল রেমা।

রিটে বলা হয়, রাজধানীতে যানজটের অন্যতম কারণ রাস্তার পাশে নির্মিত ভবনের কার পার্কিয়ের স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা হয়। কেননা, জায়গা না থাকায় রাস্তায় কার পার্কিং করা হয়। আর এতে যানজটের সৃষ্টি হয়। ঢাকার যানজট এখন চরম আকার ধারণ করেছে। গুলশান, বনানী ও বারিধারায় ২০৮টি অবৈধ স্থাপনার তালিকা তৈরি করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজউক।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।