ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
মানিকগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জে মাদক সেবনের দায়ে  ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এদের মধ্যে শহরের পশ্চিম দাশড়া এলাকার বদর উদ্দিনের ছেলে ও মাদক ব্যবসায়ী রিপন মিয়াকে(২৩) তিন মাসের কারাদণ্ড, মাদক সেবনের দায়ে একই এলাকার মন্টু মিয়ার ছেলে সজল মিয়া(২৪)ও শুরুণ্ডী এলাকার হোসেন ব্যাপারীর ছেলে রাশেদ মিয়াকে (২৫) সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।



মঙ্গলবার(১৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদৎ খন্দকার এ সাজা দেন।

এর আগে শহরের পশ্চিম দাশড়া এলাকার তিতুমীর স্কুলের পেছন থেকে ওই তিনজনকে আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সময় মাদক ব্যবসায়ী রিপন মিয়ার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।