ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৭ যোদ্ধাকে সম্মান জানালেন সেনাপ্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৭ যোদ্ধাকে সম্মান জানালেন সেনাপ্রধান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৭ অবসরপ্রাপ্ত যোদ্ধাকে সম্মান জানালেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে  আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।



মহান বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে ৬০ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছেন। এরমধ্যে ২৭ জন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।

আছেন ভারতের সশস্ত্র বাহিনীতে কর্মরত ৫ কর্মকর্তা।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন লে. জে. বিষ্ণুকান্ত চতুর্বেদী (অব.)।

হোটেলে এসে পৌঁছালে সেনাপ্রধান তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তাদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

এসময় মুক্তিযুদ্ধকালে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা যোদ্ধারাও।

এরপর তাদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসকেএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।