ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাইকোর্টের রায়ে বৈধতা পেল ভোলায় ৪ কাউন্সিলর প্রার্থী

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
হাইকোর্টের রায়ে বৈধতা পেল ভোলায় ৪ কাউন্সিলর প্রার্থী

ভোলা: হাইকোর্টে রিট করে প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন ভোলা সদর পৌরসভার ৪ কাউন্সিলর প্রার্থী।
 
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিচারক নাঈমা হায়দার ও মোস্তফা জামানের আদালতে এ বৈধতা দেওয়া হয় তাদের।


 
প্রার্থীরা হলেন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বশির আহমেদ হালাদার, ৭ নম্বর ওয়ার্ডের জাফর উল্ল্যাহ ছোটন, ৩ নম্বর ওয়ার্ডের বিলকিস জাহান মুনমুন ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুর রব আকন।

কাউন্সিলর প্রার্থী বশির আহমেদ হাওলাদার মোবাইল ফোনে বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, আদালতের রায় পেয়েছি, এখন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই।

সূত্র জানায়, জেলা প্রশাসক সেরিশ রেজার সমন্বয়ে গঠিত শুনানিতে বিভিন্ন অভিযোগে শুক্রবার (১১ ডিসেম্বর) এসব প্রার্থী আপিল নামঞ্জুর করা হয়েছিলো। বৈধতা চেয়ে প্রার্থীরা হাইকোর্টে রিট করলে আদালত তাদের বৈধতা দেয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা রির্টানিং অফিসার সুব্রত কুমার সিকদার বলেন, হাইকোর্টের আদেশের কপি পেলেই প্রার্থীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এরআগে সোমবার কার্যদিবসে হাইকোর্ট থেকে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নাজনিন আক্তার রুমা বৈধতা পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।