ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজউক কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
রাজউক কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: চাকরিতে নিয়োগ পাওয়ার দেড় বছরের মাথায় বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে যাওয়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মচারী (এমএলএসএস) মো. জাজাউল হক মুন্সীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি (নম্বর-২২) করেন।



মামলার বিষয়টি দুদক সূত্র নিশ্চিত করে জানায়, এজাহারে জাজাউল হকের বিরুদ্ধে ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য দেওয়া হয়েছে।

সূত্র জানায়,  মো. জাজাউল হক মুন্সী রাজউকের এমএলএসএস হিসেবে দেড় বছর আগে ঢাকার দিলকুশায় রাজউক এভিনিউয়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে যোগদান করেন।
তার বিরুদ্ধে আসা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে দুদক।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এডিএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।