ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
রাঙামাটিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের(পিআইবি) আয়োজনে রোববার সকালে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

  

মঙ্গলবার(১৫ ডিসেম্বর) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটির তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনে সভাপতিত্ব করেন পিআইবি’র পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
 
প্রশিক্ষণ প্রদান করেন উত্তরা ইউনিভার্সিটির পরিচালক(মিডিয়া) রহমান মুস্তাফিজ ও পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।

পরে অতিথিরা প্রশিক্ষণে অংশ নেওয়া সংবাদ কর্মীদের হাতে সনদ তুলে দেন। প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটির জেলা ও উপজেলায় কর্মরত ৩৫ সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।