ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রথমবারের মতো নতুন বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপন

খোরশেদ আলম সাগর, ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
প্রথমবারের মতো নতুন বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপন

লালমনিরহাট: দীর্ঘ ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো মহান বিজয় দিবস উদযাপন করছেন লালমনিরহাটের ৫৯টি সদ্য বিলুপ্ত ছিটমহলের নতুন বাংলাদেশিরা।

বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সঙ্গে সঙ্গে লালমনিরহাট সদর উপজেলার ভিতরকুটি বাঁশপচাই ঈদগাঁ মাঠে ‘প্রতীকী’ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় সবাই লাইনে দাঁড়িয়ে জাতীয় সংঙ্গীত পরিবেশন করেন। এরপর ঢাকঢোল পিটিয়ে নেচে গেয়ে ৪৫তম বিজয় দিবসের র‌্যালিতে যোগ দেন নতুন বাংলাদেশিরা।
র‌্যালি শেষে ওই ঈদগাঁ মাঠে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভার আয়োজন করা হয়।

সদ্য বিলুপ্ত ১৫২ নম্বর ভিতরকুটি (বাঁশপচাই) ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি হারুন-অর-রশীদ এ সভায় সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি, কলেজ ছাত্রী হাফেজা খাতুন ও রিনা খাতুন।

আলোচনা সভা শেষে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।