ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে বিজয় দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, ডিসেম্বর ১৬, ২০১৫
লক্ষ্মীপুরে বিজয় দিবস উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে ৪৫ তম মহান বিজয় দিবস।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়েছে।



এর আগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১২টা এক মিনিটে লক্ষীপুর ৩ আসনের সংসদ সদস্য একেএম শাহাজান কামাল এমপি, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিজয় চত্বর শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, পেশাজীবী,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পার্ঘ অর্পণ করেন।

এর আগে রাত সাড়ে ১২টায় শহরের বাগবাড়ির গণকবরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ,আনসার, ভিডিপি, স্কাউট, ছাত্রছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সুখি সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ এ আলোচ্য বিষয়ে সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের গুরুত্ব অনুধাবন করে ছাত্র ছাত্রীদের সমাবেশ, হাসপাতাল, কারাগার, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী এবং রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ