ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোটরবাইকে ৬৪ জেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
মোটরবাইকে ৬৪ জেলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহান বিজয় দিবস ভিন্নভাবে উদযাপন করছেন দেশের অন্যতম দ্রুতগামী বাইকার জুন সাদিকুল্লাহ। বাইকে চড়ে চারদিনে দেশের ৬৪ জেলা চক্কর দেবেন তিনি।



বুধবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে ঢাকা থেকে তার যাত্রা শুরু করেন।

এরপর নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট পেরিয়ে দুপুরেই পাড়ি দেন সুনামগঞ্জ জেলা।

বিকেলে মোবাইল ফোনে যখন বাংলানিউজের সঙ্গে তার কথা হচ্ছিল তিনি তখন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরশহরের দিকে এগিয়ে যাচ্ছিলেন।

তিনি বলেন, এবারের বিজয় দিবসটি ভিন্নভাবে উদযাপন করতে চাই আমি। তাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আশা করছি চারদিনে দেশের ৬৪ জেলা ঘুরে পারবো।

‘এরইমধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা হয়ে সিলেট ভ্রমণ শেষ করেছি। এখন ময়মনসিংহ বিভাগে আছি। সামনে জামালপুর, শেরপুর সিরাজগঞ্জ হয়ে রংপুর পরে রাজশাহী, বরিশাল ঘুরে, নোয়াখালীর দিকে বান্দরবানের দিকে যাবো,’ বলেন জুন সাদিকুল্লাহ।

তিনি বলেন, কক্সবাজারে গিয়ে ৬৪টি জেলা ভ্রমণ শেষ করার চিন্তা আছে। আশা করছি ১৯ ডিসেম্বর ভ্রমণ শেষ করতে পারবো।

এর আগে বাইক চালিয়ে জুন সাদিকুল্লাহ দেশে প্রথমবারের মতো ২৪ঘণ্টায় টেকনাফ থেকে তেতুলিয়া ভ্রমণ করেছেন। আরেকটি রেকর্ডের পথে রয়েছেন তিনি।

জানালেন, বাইককে আমি ‘গালফ্রেন্ড’ মনে করি। বাইকে চড়ার পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কাজের সচেতনতা সৃষ্টিতেও অংশ নেন তিনি।

নিরাপদ সড়ক ও নিরাপদে বাইক চালানোর সচেতনতার প্রচারণা  তার প্রতিটি ভ্রমণেই থাকে।

এবারের ৪৪তম স্বাধীনতা দিবসে একইভাবে নিরাপদ সড়ক আর নিরাপদে বাইক চালানোর সচেতনতা ক্যাম্পেইন করছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।