ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে গাড়ির ধাক্কায় গামের্ন্টস শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, ডিসেম্বর ১৮, ২০১৫
গাজীপুরে গাড়ির ধাক্কায় গামের্ন্টস শ্রমিকের মৃত্যু

গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরা এলাকায় গাড়ির ধাক্কায় ফিরোজ মিয়া (২২) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।



টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস জানান, সকাল ৭টার দিকে ফিরোজ গাজীপুরা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

ফিরোজ গাজীপুরা এলাকায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি পটুয়াখালীর কলাপাড়া থানার দাসের হাওলা গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮,২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।