ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানব উন্নয়ন সূচকে পাকিস্তান-নেপালের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
মানব উন্নয়ন সূচকে পাকিস্তান-নেপালের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঢাকা: জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) বার্ষিক মানব উন্নয়ন সূচকে বিশ্বের ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশ তার অবস্থান ধরে রেখেছে। শূন্য দশমিক ৫০৩ পয়েন্ট নিয়ে এবছরও বাংলাদেশের অবস্থান ১৪২ তম।



রোববার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ইউএনডিপি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) যৌথভাবে প্রকাশিত “মানব উন্নয়ন সূচক ২০১৫” প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ সময় ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন এবং এশীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলের পরিচালক হোয়ালিং জোস প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সূচকে নেপাল ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৪৫ ও ১৪৭।

প্রতিবেদনে বলা হয়, গত দুই দশক ধরে মানব উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভালো। অন্যদিকে পাকিস্তান খারাপ করছে এবং ভারতের অবস্থান বেড়ে ১৩০তম হয়েছে। যেখানে গত বছর ভারত ও পাকিস্তানের অবস্থান ছিল যথাক্রমে ১৩৫ ও ১৪৬।

মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান সবচেয়ে ভালো। দেশটি বর্তমানে ৭৩ তম স্থানে রয়েছে।

এ সময় মেজবাহ উদ্দীন বলেন, এটা আমাদের অনেক বড় অর্জন। জিডিপি প্রবৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা খাতে আমরা এগিয়ে যাচ্ছি। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। দেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, অতি দারিদ্র্যতা নিরসন হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই দশক ধরে বাংলাদেশ বিভিন্ন খাতে প্রতি বছর ১ দশমিক ৫৫ শতাংশ হারে উন্নতি করেছে।

মানুষের মৌলিক চাহিদাসহ সার্বিক গুরুত্বপূর্ণ খাতের উপর ভিত্তি করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

মানব উন্নয়ন প্রতিবেদক দলের নেতৃত্ব দেন সেলিম জাহান।

তিনি বলেন, বিশ্বে আমাদের অবস্থান ১৪১ না ১৪২ এটা বড় কথা নয়, বড় কথা আমাদের সার্বিক অগ্রগতি সামনের দিকে ধাবিত হচ্ছে। আমরা ভালোভাবে সব সূচকে এগুচ্ছি। হয়তো অন্যদেশ আরও ভালো করছে। জাতি হিসেবে আমাদের সার্বিক অগ্রগতি ভালো। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি-আগামী পাঁচ বছরে মধ্য আয়ের দেশ থেকে উচ্চ মধ্যবিত্ত দেশে পরিণত হব।

তিনি আরও বলেন, প্রযুক্তি খাতে আমাদের সাফল্যকে সঠিকভাবে ব্যবহার করে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক খাতে উন্নতি করতে হবে। তবে প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভরশীল হলেও চলবে না।

প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর ৭৩০ কোটির মধ্যে ৩২০ কোটি মানুষই কোনো না কোনো চাকরিতে নিযুক্ত। অবশিষ্ট মানুষ বিভিন্ন সেবামূলক, সৃষ্টিশীল ও স্বেচ্ছাসেবামূলক কাজ করছে।

মানব উন্নয়ন সূচকে ০ দশমিক ৬৭ পয়েন্ট নিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে নরওয়ে। এর পরের অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ড, জার্মানি, আইয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুর।

মানব সূচক উন্নয়নে নিম্ন স্থানে রয়েছে নাইজার ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।

এ প্রসঙ্গে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দীন মাহমুদ বলেন, বাংলাদেশের অর্থনীতিসহ সার্বিক উন্নয়নে চালকের আসনে রয়েছে তৈরি পোশাক ও শ্রমিক রফতানি। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তরাও দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫ আপডেট সময়: ১৫৫২ ঘণ্টা.
এমআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।