ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জঙ্গি দমনে বাংলাদেশকে সহযোগিতা করবে ভারত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
জঙ্গি দমনে বাংলাদেশকে সহযোগিতা করবে ভারত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র বলেছেন, ভারত বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সহযোগিতা করেছে, জঙ্গি দমনের ক্ষেত্রে সেভাবেই সহযোগিতা করবে।

সোমবার (২১ ডিসেম্বর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা পুনম চাঁদ ভূতোরিয়া কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।



বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সঙ্গে জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন স্থানে ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গি হামলার ঘটনায় ভারত আতঙ্কিত নয়।
 
সব রাজনৈতিক দলের অংশগ্রহণে পৌরসভার নির্বাচন প্রসঙ্গে সন্দ্বীপ মিত্র আরো বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে না। এদেশে রাজনৈতিক কোনো সমস্যা থাকলে তারা নিজেদের মধ্যেই মিমাংসা করবে। পৌরসভা নির্বাচনও তাদের নিজস্ব বিষয়।
  
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মহাদেব চাঁদ ভূতোরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রঞ্জু, আওয়ামী লীগ নেতা রাবিউল ইসলাম মিলন প্রমুখ।
 
পরে, ভারতীয় সহকারী হাইকমিশনার কলেজটিতে ১৫টি কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন।  
 
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।