ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শেরে বাংলানগর থানার বিএনপি বাজার এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বায়তুল্লাহ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে ওই এলাকার ৬০ ফিট রাস্তার ১৩ তলার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।



নিহত বায়তুল্লাহ নওগাঁ জেলার সাপাহার থানার পাতারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান মোল্লা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বায়তুল্লাহ ওই ভবনের ১৩ তলায় কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান বায়তুল্লাহ।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই শাহজাহান মোল্লা।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।