বেনাপোল (যশোর): ভারতে পাচার হওয়া ৭ কিশোরকে ৩ বছর পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের সোপর্দ করে।
পরে ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ওই কিশোরদের গ্রহণ করে।
ফেরত আসা কিশোররা হলো, সাতক্ষীরার রহিশ উদ্দিনের ছেলে জাহিদুল (১৭), ইদ্রিসের ছেলে রহমত আলী (১৬), বাগেরহাটের মহারাজের ছেলে হাফিজুর (১৫), কবিরের ছেলে আরিফ (১৪), যশোরের রশিদের ছেলে আবুল (১৬), হালিমের ছেলে সাদিক (১৫) ও গোপালগঞ্জের অনুকূলের ছেলে চন্দন কর (১৫)।
বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই কিশোরদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসআর