ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ওষুধ ব্যবসায়ীদের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
রাজশাহীতে ওষুধ ব্যবসায়ীদের প্রতিবাদ

রাজশাহী: দোকান কর্মচারীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী জেলা শাখার বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

সোমবার (০৪ জানুয়ারি) বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত রাজশাহী মহানগরীর পাঁচ শতাধিক ওষুধের দোকান বন্ধ রেখে হামলার প্রতিবাদ জানান সমিতির সদস্যরা।



সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি জিয়াউল হক বুলু বাংলানিউজকে জানান, সোমবার দিবাগত রাত ১১টার দিকে মহানগরীর সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন জামান ফার্মেসিতে কয়েকজন যুবক ঘুমের ওষুধ (সিডাকসিন গ্রুপের) চায়। এ সময় দোকান কর্মচারী নাফসার ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ দিতে অস্বীকৃতি জানালে ওই যুবকরা তার ওপরে হামলা চালায়।

তিনি আরো জানান, পরে ওই যুবকরা পাশের ওষুধের দোকানে (সানমুন মেডিকেলে) গিয়ে একই ট্যাবলেট চাইলে সেখানেও দিতে অস্বীকৃতি জানানো হয়। ওই দোকানেও যুবকরা হামলা চালায়। এ সময় মোরশালিন ও রাকিব নামে দুইজন আহত হন।

আহতদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি।

সমিতির রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি এইচ এম শাহাদত হোসেন জানান, এ ঘটনার প্রতিবাদে সোমবার মহানগরীর সব দোকান আধা ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।

প্রশাসন তাদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শাহাদত হোসেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসএস/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।