ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গার ৩ রুটে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
চুয়াডাঙ্গার ৩ রুটে বাস চলাচল বন্ধ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় এক বাস শ্রমিককে পিটিয়ে জখম করার প্রতিবাদে জেলার তিনটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস শ্রমিকরা।

সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে একযোগে এসব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।



প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে শহরের একাডেমি বাসস্ট্যান্ড মোড়ে কয়েক যুবকের সঙ্গে সাইড দেওয়া নিয়ে বাস চালক সুমনের কথা কাটাকাটি হয়। এরপর ওই যুবকরা সুমনকে পিটিয়ে গুরুতর আহত করেন।

ঘটনাটি জানাজানি হলে বেলা ১২টার পর বিক্ষুব্ধ বাস শ্রমিকরা চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাটবোয়াবোলিয়া সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়।

এ সময় বাস শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে বলে জানা গেছে।

এদিকে, আকস্মিক বাস ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মন্ডল বাংলানি‌উজকে জানান, দুই রুটে বাস ধর্মঘটের কথা শুনেছেন তিনি। রাতে এ নিয়ে বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।