ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ড. মাহবুব হোসেনের মৃত্যুতে ড. ইউনূসের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
ড. মাহবুব হোসেনের মৃত্যুতে ড. ইউনূসের শোক ড. মাহবুব হোসেন

ঢাকা: জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, কৃষি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. মাহবুব হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানান তিনি।



শোক বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ড. মাহবুব হোসেনের অকাল মৃত্যুর সংবাদে আমি অত্যন্ত দুঃখিত ও মর্মাহত হয়েছি। তিনি একজন অসাধারণ পণ্ডিত ব্যক্তি ছিলেন। অর্থনীতি ও কৃষি গবেষণায় তার অবদান ছিল মৌলিক ও সুদূরপ্রসারী। গ্রামীণ ব্যাংক নিয়ে যারা গবেষণা করেছিলেন এবং এই প্রতিষ্ঠানটির শুরুর দিনগুলোয় এর অবদান নিয়ে গবেষণা নিবন্ধ প্রকাশ করেছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তার প্রখর অর্ন্তদৃষ্টিসম্পন্ন মূল্যবান গবেষণাপত্রটি গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

ড. মাহবুব হোসেনের বিদেহী আত্মার চিরশান্তি ও তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ড. ইউনূস।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।