ঢাকা: সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে উপ-পরিচালক এস এম রফিকুল ইসলামকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুজ্জামান ৩০-৩২ হাজার টাকার বেতনভুক্ত প্রকৌশলী হয়ে রাতারাতি নামে-বেনামে গড়ে তুলেছেন বিপুল বিত্ত-বৈভব।
এর মধ্যে রয়েছে রাজধানীর উত্তরায় ৬ কাঠার ওপর ২টি বাড়ি (সেক্টর-১৫/সি-১, রোড-৪, প্লট নং-৩), সেক্টর ১৫/বি, রোড-২/এ, প্লট নং-২), বিভিন্ন মার্কেটে ৬টি দোকান, তাসিন সিএনজি পাম্প, ফাল্গুনি রেস্টুরেন্ট, খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় সড়ক নং-৮, প্লট নং-১১ এ ৪তলা বাড়ি, বসুন্ধরা শপিং মলে ‘ফ্রেন্ডস ফুড কর্ণার (সেকশন-সি, লেবেল-৫, দোকান নং-৮০), ধানমণ্ডির র্যাপিড কেমিক্যাল মার্কেটের তৃতীয় তলায় দোকান (নং-৩১), কেরাণীগঞ্জের আলগী মৌজায় স্ত্রী নাসিমা জামানের নামে ৩১ শতাংশ জমি, তুরাগ থানার বাটলিয়া মৌজায় ৬ শতাংশ জমি, মিরপুরের সেনপাড়া পর্বতা মৌজায় সাড়ে ৩ শতাংশ প্লট, জোয়ারসাহারা মৌজায় সাড়ে ৪ কাঠা প্লট।
এসব অভিযোগ আমলে নিয়ে দুদক অনুসন্ধান শুরু করে।
কামরুজ্জামান বর্তমানে সড়ক ও জনপথের মিরপুর অফিসে কর্মরত।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এডিএ/এএসআর