ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবদীতে ১২ জানুয়ারি, সিঙ্গাইরে ভোট বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
মাধবদীতে ১২ জানুয়ারি, সিঙ্গাইরে ভোট বৃহস্পতিবার

ঢাকা: স্থগিত হওয়া নরসিংদীর মাধবদী পৌরসভার ভোটগ্রহণ ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ৩০ ডিসেম্বর বিভিন্ন পৌরসভায় স্থগিত ৩৯ টি কেন্দ্রেও ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।



বুধবার (০৬ জানুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব রাজীব আহসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১২ জানুয়ারি মাধবদী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি বিভিন্ন পৌরসভায় স্থগিত ৩৯টি কেন্দ্রেও ভোট অনুষ্ঠিত হবে।

এর আগে ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনের ভোটগ্রহণের সময় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে নির্বাচন স্থগিত করে ইসি।

সূত্র বলছে, ১২ জানুয়ারি মোট ১৯ পৌরসভার ৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। মাধবদী পৌরসভার ১২ কেন্দ্র ছাড়া বাকি কেন্দ্রগুলো হচ্ছে-বরুরা পৌরসভার শিরমুড়ী উত্তর ই‌উনিয়ন পরিষদ কেন্দ্র, চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এনজে উচ্চ বিদ্যালয়, আলফাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা ও উত্তর গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কালকিনি পৌরসভায় কাষ্টঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ জনারদন্দী সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকার দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌহমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাজিরপুর নুরানী মাদ্রাসা, দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব পার্শ্বের ভবন), গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (পুরাতন ভবন), চৌমুহনী সরকারি এসএ কলেজ (নতুন ভবন), উত্তর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এছাড়া জামালপুর সদর পৌরসভার বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কালিয়া পৌরসভায় পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুয়াকাটা পৌরসভায় পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরিষাবাড়ী পৌরসভায় বাংগালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরকান্দা পৌরসভায় নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসা (ইসলামিয়া মাদ্রাসা), উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর ভবন) ও উলিপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, মতলব পৌলসভার মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়, শরিয়তপুর পৌরসভায় দক্ষিণ আটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল হাইস্কুল, বেতাগী পৌরসভার পূর্ব বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর পৌরসভার গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম উচ্চ বিদ্যালয়, ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ঠাকুরগাঁও পৌরসভার ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র ও যশোর পৌরসভায় এমএম কলেজ কলাভবন কেন্দ্র।
এসব কেন্দ্রে মোট সাতজন মেয়র পদ, ২৭ সংরক্ষিত কাউন্সিলর পদ ও ৩৮টি সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে মেয়র পদে ভোট হবে-মাধবদী, চৌমুহনী, কালকিনি, বেতাগী, সৈয়দপুর, উলিপুর ও ঠাকুরগাঁও।

এদিকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার ভোটগ্রহণ করবে ইসি।

এ পৌরসভাতেও ৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে ভোট পিছিয়ে ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬, আপডেট: ১৫৩৪ ঘণ্টা
ইইউডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।