ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে শিশু সৌরভ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ঝিনাইদহে শিশু সৌরভ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর শিশু সৌরভ দাস হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও কালো পতাকাসহ বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী।

বুধবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ  বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন তারা।



ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঝিনাইদহ সদর শাখার সভাপতি আমিনুর রহমান টুকু, মোফাজ্জেল হোসেন মঞ্জু, উজ্জল অধিকারী, পলাশ মুখার্জী, সৌরভ দাসের বাবা বলাই দাস ওরফে বাবু দাস প্রমুখ।

বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।

গত ২৭ ডিসেম্বর উপজেলার খোর্দ্দরাগ্রামের বলাই দাসের ৫ বছর বয়সী ছেলে সৌরভ দাসকে অপহরণ করে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কালীগঞ্জ থানায় হত্যা মামলা হলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।