ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইসকন মন্দিরে হামলায় এক জঙ্গির স্বীকারোক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ইসকন মন্দিরে হামলায় এক জঙ্গির স্বীকারোক্তি

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় আটক দুই জঙ্গির মধ্যে আব্দুর রহমান পিন্টু কাহারোলে ইসকন মন্দিরে হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) রাতে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।



আব্দুর রহমান কাহারোল উপজেলার বলেয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও দিনাজপুর সরকারি কলেজ অনার্স প্রথম বর্ষের ছাত্র ।

দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ৩ জানুয়ারি রাতে বিরামপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়। পরদিন আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতে হাজির করলে তিনি কাহারোল ইসকন মন্দিরে হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।