মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ে যৌতুকের দাবিতে লিপি আক্তার (২২) নামে এক গৃহবধূকে বিষ পান করিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগে স্বামী নুরুল আলম শিপনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও মিরসরাই থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মুকিবুল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
নির্যাতনের শিকার ওই গৃহবধু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গৃহবধু লিপি আক্তারের মা নুর নেহার বাদী হয়ে মিরসরাই থানায় মামলাটি দায়ের করেছেন।
মামলার এজহারে উল্লেখ, দেড় বছর আগে পশ্চিম মিঠানালা গ্রামের তফাদার বাড়ির নুরুল আলমের সাথে ওয়াহেদপুর এলাকার ইদ্রিসের মেয়ে লিপির বিয়ে হয়। বিয়ের সময় স্বামী নুরুল আলমের পরিবারকে লিপির পরিবারের পক্ষ থেকে যৌতুক হিসেবে নগদ ৮০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার দেওয়া করা হয়।
বিয়ের কিছু দিন যেতে না যেতেই বাবার বাড়ি থেকে আরো ২ লাখ টাকা যৌতুক এনে দিতে স্বামীর পরিবারের লোকজন লিপির উপর নানাভাবে চাপ দিতে থাকে। লিপির মা নুর নাহার ও বাবা ইদ্রিস পুনরায় যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে লিপির ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।
মঙ্গলবার সন্ধ্যায় স্বামী নুরুল আলম, শাশুড়ি আনোয়ারা বেগম, ভাসুর শামসুল হক, তার স্ত্রী আকলিমা আক্তার গৃহবধু লিপিকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা চালায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে শিপন। তাকে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
এমজেড