ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাশকতার আশঙ্কায়

রেলের পশ্চিমজোনে ডেমু ট্রেন চলাচল বন্ধ

পার্বতীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
রেলের পশ্চিমজোনে ডেমু ট্রেন চলাচল বন্ধ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): নাশকতার আশঙ্কায় রেলের পশ্চিমজোনে পার্বতীপুর-ঠাকুরগাঁও এবং পার্বতীপুর-লালমনিরহাট রেলপথে চলাচলকারী দু’টি ডেমু ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল থেকে ট্রেন দুটির চলাচল বন্ধ করে দেওয়া হয়।



এ দিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় পার্বতীপুর-ঠাকুরগাঁও ও পার্বতীপুর-লালমনিরহাট রুটে যাতায়াতকারী যাত্রীরা পড়েছে বিপাকে।

পার্বতীপুর রেল স্টেশন মাস্টার জিয়াউল আহসান বাংলানিউজকে জানান, ডেমু (ডিজেল ইলেকট্রিক মালটিপল ইউনিট-DEMU) ট্রেনগুলো দামী। তাছাড়া ডেমুর খুচরা যন্ত্রাংশ দেশে পাওয়া যায় না। জামায়াতের হরতালে নাশকতার আশঙ্কায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজকের জন্য ডেমু চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।