ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ফরিদপুরে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটির (এফপিএস) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
 
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের আলীপুরে সুহৃদ মিলনায়তনে ফিতা কেটে প্রদর্শীর উদ্বোধন করেন আলোকচিত্রী ও গবেষক রফিকুল ইসলাম।

এফপিএস’র ২৯ আলোকচিত্রীর ৮৫টি আলোকচিত্র প্রদর্শনী চলছে।

প্রদর্শনীর উদ্বোধনী পর্বে সংগঠনটির সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সহসভাপতি শুকুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ ইলিয়াস, চিত্রশিল্পী পিয‍ূষ কান্তি সরকার, অভিষেক কর্মকার, জেলা শ্রমিকলীগ সভাপতি আক্কাস হোসেন, কবি পাশা খন্দকার, সাংবাদিক পান্না বালা, হাসানুজ্জামান, সাংস্কৃতিক কর্মী সিরজ-ই-কবির খোকন, সৌমিত্র মজুমদার পলাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।