ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে (৪৫) পেটানোর অভিযোগ খতিয়ে দেখতে দুই সদদ্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি বাংলানিউজকে জানান ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম।
কমিটির দুই সদস্য হলেন ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাইনুল হক ও সহকারী কমিশনার (এসি) কামরুল ইসলাম। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ডিসি সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘এটি একটি মিস আন্ডারস্ট্যান্ডিং। তদন্ত করে বিষয়টি দেখা হবে, কেউ দোষী হলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। ’
শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ খালপাড় এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে (৪৫) যাত্রাবাড়ী থানা পুলিশ পিটিয়েছে বলে অভিযোগ উঠে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসজেএ/টিআই
** পুলিশের বিরুদ্ধে ডিএসসিসি পরিদর্শককে পেটানোর অভিযোগ