ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, জানুয়ারি ১৯, ২০১৬
খুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেন।



এছাড়া তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঠিক সময়ে খাওয়া, ঘুম, পড়ালেখা, খেলাধুলা ও ইবাদত করার উপদেশ দেন।

এরআগে ইউএনও হাজিরহাট মিল্লাত একাডেমি (উচ্চ বিদ্যালয়) ও তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সঙ্গে ও পড়ালেখা নিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন।

ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার বাংলানিউজকে বলেন, প্রকৃত শিক্ষা অর্জন, শিক্ষার পরিবেশ উন্নয়নে সব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত থাকবে।

এছাড়া হাজিরহাট মিল্লাত একাডেমিতে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার কথা ভাবছেন বলেও জানান ইউএনও।
 
এদিকে,  ইউএনওর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষার্থীদের পাঠদান করানোতে শিক্ষার্থীদের মধ্যে ‍ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতমহল ও অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।