ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভিকারুননিসার বিশেষ কমিটি নিয়ে রুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, জানুয়ারি ১৯, ২০১৬
ভিকারুননিসার বিশেষ কমিটি নিয়ে রুল

ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনার জন্য গঠিত বিশেষ কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই কমিটির সভাপতি হিসেবে আছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।



এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৯ জানুয়ারি) এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ড. মো. ইউনুচ আলী আকন্দ।

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কমিটির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শককে  রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী ইউনুচ জানান, বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ প্রবিধানমালা ২০০৯ অনুযায়ী স্কুল-কলেজ পরিচালিত হবে অভিভাবকদের সরাসরি ভোটে নির্বাচিত কমিটির মাধ্যমে। কিন্তু ২০০৮ সালের পর  থেকে আর কোনো কমিটি ভোটের মাধ্যমে হয়নি। যা সম্পূর্ণ অবৈধ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৯,২০১৬
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।