ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মমেক হাসপাতাল

লিফটের তার ছিঁড়ে রোগীসহ ৫জন আটকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
লিফটের তার ছিঁড়ে রোগীসহ ৫জন আটকা

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের তার ছিঁড়ে আটকা পড়েছেন রোগীসহ পাঁচজন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আটকে পড়াদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহ কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হাসপাতালের জরুরি বিভাগের নিচতলা থেকে ওপরে উঠার সময় ভবনের দ্বিতীয় তলায় গেলে লিফটের তার ছিঁড়ে যায়।

এ সময় লিফটে রোগীসহ পাঁচজন ছিলেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তৎপরতা শুরু করেছে বলে জানান তিনি।
 
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এরইমধ্যে গ্যাস কার্টার দিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। তবে আটকে পড়াদের উদ্ধার করতে ঘণ্টাখানেকের মতো সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬, আপডেট: ১৭২১ ঘণ্টা
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।