ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুলাদীতে ছাত্র নির্যাতনের ঘটনায় মাদ্রাসা সুপার জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
মুলাদীতে ছাত্র নির্যাতনের ঘটনায় মাদ্রাসা সুপার জেলে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় মাহিম হাওলাদার রনি (৭) নামে এক ছাত্রকে নির্যাতনের ঘটনায় মুলাদী চর সেলিমপুরের ফজলুল উলুম সেরাতুল কোরআন মাদ্রাসার সুপার মো. আল-আমিন মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায় পুলিশ।



রনি জেলার গৌরনদীর উপজেলার সাকোকাঠী গ্রামের নুর আলম হাওলাদারের ছেলে।

সোমবার (১৭ জানুয়ারি) শিশুটির বাবা বাদী হয়ে মাদ্রাসা সুপারকে আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ তাকে আটক করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মুলাদী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর মুলাদী চর সেলিমপুরের ফজলুল উলুম সেরাতুল কোরআন মাদ্রাসার সুপারের নির্যাতনের শিকার হয় মাদ্রাসা ছাত্র রনি। এসময় চুলার আগুনের ছেকায় তার বুকের একাংশ পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।