ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সিলেট সফর

নগরীতে যানচলাচলে বিধি নিষেধ

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
নগরীতে যানচলাচলে বিধি নিষেধ

সিলেট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সিলেট সফর সামনে রেখে কয়েকটি সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নগর পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সিলেট সফরকালে ওই সড়কগুলোতে যানবাহন চলাচল করতে পারবে না।



সিলেট মহানগর পুলিশের তরফে অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এতে উল্লেখ করা হয়, সিলেট সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.) এর মাজার ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এছাড়া সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভাতেও যোগদান করবেন তিনি।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট শহর এবং শহর থেকে বিমানবন্দরের দিকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তবে যে সকল বিমান যাত্রীর ফ্লাইটের সময়সূচি দুপুর ১২টায় বা তার কাছাকাছি সময়ে, সে সব বিমান যাত্রীকে সকাল ১০টার আগেই বিমানবন্দরে পৌঁছাতে বলা হয়েছে।

এছাড়া শহরমুখী বিমান যাত্রীদের সকাল ১০টার পূর্বেই বিমানবন্দর থেকে আম্বরখানা সড়ক পার হওয়ার জন্য পুলিশের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন এডিসি রহমত উল্লাহ।

এছাড়া যেসব বিমান যাত্রীর যাত্রা বিকেলের দিকে, তাদের বিকেল ৩টার আগেই বিমান বন্দরে উপস্থিত থাকতে হবে। শহরমুখী বিমান যাত্রীদের বিকেল ৩টার পূর্বেই বিমান বন্দর থেকে আম্বরখানা সড়ক পার হতে হবে।

প্রধানমন্ত্রীর শাহজালাল (রহ.) এর মাজার ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে মদন মোহন কলেজের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগদানের পর বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হবে।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভায় আগত যানবাহনগুলোর মধ্যে যেগুলো সুরমা বাইপাস হয়ে আসবে সেগুলোকে টিলাগড় পর্যন্ত এসে সুরমা বাইপাস থেকে বিকেএসপি সড়কে, সুনামগঞ্জ ও অন্যান্য অঞ্চল থেকে আসা যানবাহনগুলোকে মদীনা মার্কেট পর্যন্ত এসে কুমারগাঁও বাস টার্মিনালে এবং ফেঞ্চুগঞ্জ ও অন্যান্য এলাকা থেকে আসা যানবাহনগুলোকে হুমায়ুন রশিদ চত্ত্বর পর্যন্ত এসে কদমতলী বাস টার্মিনালে পার্কিংয়ের জন্য অনুরোধ করা হয়েছে পুলিশের নির্দেশনায়।

এ নির্দেশনা প্রধানমন্ত্রী সিলেট অবস্থানকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।