ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে আইডিইবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে আইডিইবি প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ

ঢাকা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর  কার্যালয়ে ‌ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইডিইবি সভাপতি আব্দুল হামিদ ও সেক্রেটারি মো. শামসুর রহমান।

সাক্ষাৎকালে ৮ম বেতন স্কেল ঘোষণার পর ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন বৈষম্য নিয়ে আলোচনা করেন তারা।

এসব দাবি যথাযথভাবে পর্যালোচনা করবেন বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা¸জানুয়ারি ১৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।