রাজশাহী: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজশাহী আসবেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে সরকারি এক তথ্য বিবরণীতে মন্ত্রীর এই সফর সূচির তথ্য নিশ্চিত করেন রাজশাহী জেলা তথ্য অফিসার নাফেয়ালা নাসরিন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী বৃহস্পতিবার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান এবং রাউক’র নবনির্মিত কার্যালয় ভবন পরিদর্শন করবেন। বিকেলে মন্ত্রী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক ছোট বনগ্রাম আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প ও উপশহরে জাগৃক কর্তৃক প্রস্তাবিত বহুতল বিশিষ্ট আবাসিক কাম বাণিজ্যিক ভবনসহ রাউক’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।
শুক্রবার (২২ জানুয়ারি) মন্ত্রী গণপূর্ত অধিদফতরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, রাজশাহী জোনের কার্যালয়ে রাজশাহী বিভাগের পণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
মোশাররফ হোসেন শনিবার (২৩ জানুয়ারি) রাজশাহী সার্কিট হাউস মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিনই মন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ২২০১ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসএস/ওএইচ/আইএ