ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনে চার সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে ব্যবহার করা হচ্ছে আটটি মাইক। কয়েক গজের মধ্যে অনুষ্ঠিত এসব সমাবেশে প্রায় চারশ’ মানুষের উপস্থিতি রয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) সকালে দেখা যায়, দাবি আদায়ে আয়োজিত এসব কর্মসূচিতে যে যার মতো বক্তব্য দিচ্ছেন। এতে ওই এলাকা দিয়ে চলাফেরা করা কোনো ব্যক্তির বোঝার উপায় নেই কার দাবি অাদায়ে কে বক্তব্য রাখছেন!
কেউ দিচ্ছেন শ্লোগান, কেউ বা জ্বালাময়ী বক্তব্য আবার কেউবা দাবি আদায়ে বজ্রকণ্ঠে চিৎকার করে বক্তব্য দিচ্ছেন।
ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন, মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে নাগরিক ছাত্র ঐক্য, শহীদ আসাদ দিবস উপলক্ষে ন্যাপ ভাসানী ও দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আন্দোলন সংগঠনগুলো কর্মসূচি পালন করছে।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
একে/জেডএস