ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামুতে অপহৃত দুই শিশুর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
রামুতে অপহৃত দুই শিশুর লাশ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় অপহরণের চারদিন পর দু’শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।   বুধবার ভোররাতে গর্জনিয়ার গহিন অরণ্য থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করা হয়।



নিহত দুই শিশু হলো গর্জনিয়া বড়বিল এলাকার মো. ফোরকান ওরফে মিন্টুর দুই পুত্র ইমাম হোসেন (১১) ও ইমাম হাসান (১১)।

এ ঘটনায় আবদু শুক্কুর ও আলমগীর হোসেন নামে দুই অপহরকারীকে আটক করেছে পুলিশ।  

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান বাংলানিউজকে জানান, গত ১৭ জানুয়ারি শিশু দুইটি অপহরণের শিকার হয়। এরপর অপহরকারীরা পরিবারের লোকজনের কাছ থেকে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় মঙ্গলবার (১৯ জানুয়ারি) অপহরণকারী চক্রের সদস্য আবদু শুক্কুরকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী গর্জনিয়ার গহিন অরণ্য থেকে শিশু দু’টির লাশ উদ্ধার করা হয়। পরে আলমগীর হোসেন নামে আরও এক অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

শিশু দু’টিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণ করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।

এদিকে যে ঘরে শিশু দু’টিকে হত্যা করা হয়েছে সে ঘরটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ঘরে অগ্নিসংযোগ করেন জনতা।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান জানান, হত্যাকারীদের ধরতে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ পাহাড়ে অভিযান চালাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।