ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩১ মার্চ ১৯৫ পাকিস্তানি সেনার প্রতীকী বিচার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
৩১ মার্চ ১৯৫ পাকিস্তানি সেনার প্রতীকী বিচার ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ মার্চ ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর প্রতীকী বিচার করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বুধবার (২০ জানুয়ারি) সকালে মতিঝিলের বক চত্বরে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

 

শাহজাহান খান বলেন, ৩১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধীর প্রতীকী বিচার হবে। আর সেদিনের বিচারিক কার্যক্রমে বিচারকও থাকবেন।

তিনি আরও বলেন, বাংলার মাটিতে পাকিস্তানিদের বিচার করবো। তাদের চরদের নির্মূল করে ছাড়বো। স্বাধীনতা বিরোধী কেউ দেশে রাজনীতি করার সুযোগ পাবে না।

এদিকে, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতিঝিলের বক চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য শিরিন আখতার, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এফবি/এইচআর/আরএইচএস

** পাকিস্তানি ১৯৫ যুদ্ধাপরাধীর তথ্য-উপাত্ত সংগ্রহে কমিটি
** এবার পাকিস্তানি ১৯৫ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত
** লিয়াকত- রজব আলীর বিরুদ্ধে ৭ অভিযোগ
** সাবেক এমপি ঘোড়ামারা আজিজসহ ছয়জনের বিরুদ্ধে ৩ অভিযোগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।